স্টেপনী শাহজালাল মসজিদের পাশে দাঁড়ানোর আহবান
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০১৭
দেশ রিপোর্ট: তিন মিলিয়ন পাউন্ড ব্যয়ে পূর্ব লন্ডনের স্টেপনি শাহজালাল জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে আগামী ৮ জুন বৃহস্পতিবার চ্যানেল এস টিভিতে লাইভ ফান্ডরেইজিং অ্যাপিল আয়োজন করা হয়েছে। এতে সাহায্যের হাত বাড়িয়ে আসতে বৃটেনের সর্বস্তরের মুসলমানদের প্রতি আকুল আবেদন জানানো হয়েছে।
গত ২৬ মে শুক্রবার বিকেলে মসজিদ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কমিটির নেতৃবৃন্দ এ আবেদন জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ কমিটির চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ আলী। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সেক্রেটারি আশরাফুল আলম (ফুল মিয়া), ট্রেজারার আলী সাদাত ও খতিব মাওলানা তাজুল ইসলামসহ মসজিদ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে বলা হয়, টাওয়ার হ্যামলেটস হচ্ছে বাংলাদেশী কমিউনিটির প্রানকেন্দ্র আর স্টেপনি গ্রীন সেই কমিউনিটির একটি উল্লেখযোগ্য ও ঘনবসতিপূর্ণ এলাকা। মুসলিম তথা বাংলাদেশীরা এখানে সম্মান এবং ঐতিহ্য নিয়ে বসবাস করছেন। প্রাইম মিনিস্টারের বিশেষ প্রজেক্ট ওশেন নিউ ডিল-এর মাধ্যমে এবং পরবর্তীতে কাউন্সিল ও সোস্যাল হাউজিং-এর বড় ধরনের উন্নয়ন ও হাউজিং প্রজেক্টের কারণে এই এলাকার চেহারা বেশ বদলে গেছে। কিন্তু সেই তুলনায় স্টেপনি শাহজালাল মসজিদের সামগ্রিক উন্নতি হয়নি। সকলের ঐক্য ও আন্তরিকতার মাধ্যমে মসজিদটি এখন এই পরিবর্তনের সাথে থাকতে চায়। আর তাই এর জন্য সহযোগিতা একান্ত জরুরী। সবাই পাশে থাকলে চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে কাজ শেষ হবে। অন্যথায় নির্মাণ কাজ বন্ধ হওয়ারও ঝুঁকি রয়েছে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, ১৯৮০ সালের আগে এই এলাকার মুসল্লিরা জামাতে নামাজ আদায়ের জন্য এই ঘরে ওই ঘরে ছুটোছুটি করতেন। মসজিদ কমিটি গঠন করা হলেও নির্ধারিত কোনো স্থান ছিলোনা। ১৯৮৫ সালে স্থানীয় সেন্ডি পার্কে মসজিদটি অস্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এই জায়গা ফ্রিহোলড হিসেবে ক্রয় করা হয় এবং ২০১০ সালে কাউন্সিলের কাছ থেকে নির্মিয়াণ মসজিদের প্লানিং পারমিশন এবং ডিজাইন এপ্রোভাল পাওয়া যায়। আর গত বছরের ৭ নভেমম্বর প্রায় ৩৫ বছর পুরোনো স্টেপনি শাহজালাল মসজিদকে পারপাস বিলড করে দৃস্টিনন্দন ডিজাইনে দাঁড় করানোর স্বপ্ন নিয়ে নির্মাণ কাজ শুরু হয়। বাজেট সাড়ে তিন মিলিয়ন পাউন্ড। প্রথম ফেইসের কাজ শুরু হয়েছে মাত্র অর্ধমিলিয়ন ফান্ড নিয়ে। জরুরী সাহায্যের জন্য নানা ধরনের পরিকল্পণা গ্রহণ করা হয়েছে। স্বাগত জানানো হচ্ছে যে কোনো ধরনের দানকে। তবে বিশেষ করে ১ হাজার পাউন্ডের একটি বিশেষ ফান্ডরেইজিং ক্যাম্পেইন ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে মাত্র ৫০ পাউন্ড করে প্রতিমাসে কিস্তি প্রদানের মাধ্যমেও হৃদয়বান ব্যক্তিগণ মসজিদের পাশে থাকতে পারবেন। মহান আল্লাহ এ জন্য বদলা দেবেন ইনশাল্লাহ। আর অত্র এলাকার প্রথম পারপাস বিলড মসজিদ নির্মাণের ইতিহাসেও আপনি যুক্ত হতে পারবেন। শুধু স্টেপনিতেই রয়েছেন তিন হাজারেরও বেশি মুসলিম পরিবার। সকলেই যদি নিজেদের মসজিদের জন্য ১ হাজার পাউণ্ডের স্ট্যন্ডিং অর্ডার সেট আপ করেন-তবে সহজেই বিশাল স্বপ্ন বাস্তবে রুপ নেবে। এক্ষেত্রে নিজে দিতে না পারলেও পরিবার, বন্ধুদের কাছ থেকে কালেকশন করেও কমিটম্যান্ট করা যাবে।
বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পণা প্রসংগে বলা হয়, স্টেপনি শাহজালাল মসজিদ এন্ড কালচারাল সেন্টারে নামাজ ছাড়াও চলছে নিয়মিত তাফসির, বড়দের জন্য কোরআন ক্লাস। ইভিনিং মাদ্রাসা, উইক এন্ড মাদ্রাসা, হিফজুল কোরআন ক্লাস, সামার স্কুলসহ রয়েছে মেয়েদের আলাদা নামাজের ব্যবস্থা। মহিলাদের নিয়মিত ধর্মীয় এবং সোস্যাল একটিভিটিও চলছে। জুম্মাবার জায়গার অভাবে পার্কেও চলছে নামাজ। সবমিলিয়ে বর্তমানে (খোলা মাঠ বা পার্কসহ) হাজারেরও বেশি মুসল্লি ধারন করা গেলেও পুর্ণাঙ্গ নির্মাণ শেষে এর ধারণ ক্ষমতা হবে ৩ হাজার। আর পুরো নির্মাণ কাজ শেষ হলে, নামাজের পাশাপাশি এলাকার সবার জন্য এটি একটি কমিউনিটি সেন্টারে পরিণত হবে। এখানে সমাজের কল্যাণে, বিশেষ করে তরুণ সমাজের কল্যাণে এবং শিশুদের জন্যে বিভিন্ন ধরনের কর্মসূচী নেয়া সম্ভব হবে। থাকবে আফটার স্টুল একটিভিটি। এলাকার শান্তি, সম্পীতি, শৃংখলা রক্ষায় ও সামগ্রিক উন্নতিতে মসজিদটি সক্রিয় ভূমিকা রাখতে পারবে। ভবিষ্যত প্রজন্মের জন্য হবে একটি স্থায়ী ঠিকানা।
উল্লেখ্য, ইতোপূর্বে সকল মত-পথের নেতবৃন্দের উপস্থিতিতে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধনীতে যোগদেন নির্বাহী মেয়র জন বিগস, ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, সাবেক লিডার হেলাল আববাস, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমদ, সাবেক ডেভোলাপম্যান্ট লিড মেমবার কাউন্সিলার রাবিনা খান, ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম শায়খ আবদুল কাইয়ূম, কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান মাওলানা সামসুল হক, ব্রিকলেন জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম, দাওয়াতুল ইসলামের সাবেক আমীর মাওলানা মওদুদ হাসান, এলাকার মুরববী এবং কমিটির কর্মকর্তাবৃন্দসহ বিশিষ্টজন। সংবাদ সম্মেলনের সমাপনী বক্তব্যে বলা হয়, মসজিদটি স্টেপনি এলাকায় অবস্থিত হলেও এটি আল্লাহর ঘর এবং বৃটেনের যে কোনো প্রান্থ থেকেই এর জন্য বিশেষ বিবেচনা রাখার আকুল আহবান জানাই। এই বিশাল প্রজেক্টটি শুধুমাত্র স্থানীয় মুসল্লিদের অর্থ বা দানেই নির্মাণ হয়ে যাবে-এমনটি আশা করা কঠিন। এ জন্য আমরা আগামী ৮ জুন বৃহস্পতিবার চ্যানেল এস টিভিতে লাইভ অ্যাপিল আয়োজন করা হয়েছে। এছাড়া জাস্টগিভিং এবং ফোন ট্যাক্টের মাধ্যমেও দান করা যাবে। দয়াকরে দান করুন, আল্লাহর ঘর নির্মাণের অংশ নেয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন না। ডোনেশন লাইন: ০২০৮ ৫২৩ ৪১১১/ স্টুডিও হট লাইন: ০২০৮ ৫২৩ ১৬৬৬।