জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর খতমে বুখারী কনফারেন্স সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০১৭
জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর ১১তম খতমে বুখারী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে । গত ৭ মে রোববার প্রবীণ আলেম শায়েখ মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে ও জামেয়ার শিক্ষা সচিব শায়েখ মাওলানা ফয়জুল হক আব্দুল আজিজ এবং মুহাদ্দীস মাওলানা নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে বিদায়ী ছাত্রদের বুখারী শরীফের শেষ দারস পেশ করেন বিশিষ্ট আলেম শাইখুল হাদিস মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী।
কনফারেন্সে জামেয়ার প্রতিষ্ঠা মুহতামিম শায়খ মাওলানা রেজাউল হক সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করেন এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
কনফারেন্স অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত আঙ্গুরা মুহাম্মদপুর মাদ্রাসার মুহতামিম শায়েখ মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা শায়েখ ইমাম উদ্দিন, দারুল উলূম ব্যারীর শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহীম, শায়খ মাওলানা তরিকুল্লাহ, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা এমদাদুল হাসান নোমানী, মাওলানা একরামুল হক খায়েরী, মাওলানা শামছুদ্দিন, মাওলানা শায়েখ ছালেহ আহমদ, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা আব্দুর রব, মুফতি মাহবুবুর রহমান, ক্বারি মাওলানা আব্দুল হাফিজ প্রমূখ।
শেষে জামেয়ার মুহতামিম শায়েখ মাওলানা রেজাউল হক উপস্থিত মেহমান ও শিক্ষকবৃন্দকে সাথে নিয়ে দাওরায়ে হাদিস সমাপনকারীদের মাথায় পাগড়ি পরিয়ে দেন। -সংবাদ বিজ্ঞপ্তি