৯৭ বছরে হাইস্কুল ডিগ্রি
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫
পারিবারিক সমস্যার কারণে ৭৯ বছর আগে তাকে লেখাপড়া ছাড়তে হয়েছিলো। এরপর বেশ কয়েকবার চেষ্টা করেও স্কুলে ফেরা হয়ে ওঠেনি। সমস্যার কারণে তখন হাই স্কুল ডিগ্রি সম্পন্ন করতে না পারলেও হতাশ হতে হয়নি যুক্তরাষ্ট্রের মিশিগানের ঐ ছাত্রীকে। আট দশক পরে হলেও সম্মানসূচক ডিপ্লোমা ডিগ্রি নিয়ে স্কুল কর্তৃপক্ষ হাজির হয়েছিলো ৯৭ বছর বয়সী মার্গারেট থমে বেকেমা’র বাড়িতে।
গ্রান্ড র্যাপিডসের ক্যাথোলিক সেন্ট্রাল হাই স্কুল কর্তৃপক্ষ মার্গারেটকে যখন সম্মানসূচক ডিগ্রি তুলে দেন তখন তার আত্মীয় এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। ১৯৩৬ সালে মায়ের ক্যান্সারের জন্য ছোট তিন ভাই-বোনকে দেখাশোনা করতে স্কুল ছাড়েন মার্গারেট। মাত্র ১৭ বছর বয়সে মনে চাপা কষ্ট নিয়ে স্কুল ছাড়তে হলেও জীবনের শেষ প্রান্তে এসে এমন স্বীকৃতি দেয়ায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন মার্গারেট।