দক্ষিণ সুদানে মুক্তি পেল ১৮ বাংলাদেশি শান্তিরক্ষী
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫
দক্ষিণে সুদানে অপহৃত ১৮ বাংলাদেশি শান্তিরক্ষীকে মুক্তি দিয়েছে দেশটির বিদ্রোহীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের মুক্তি দেয়া হয়। তবে এখনো জাতিসংঘের ১২জন ঠিকাদারকে মুক্তি দেয়া হয়নি। সোমবার নীল নদের তীর থেকে তাদের অপহরণ করা হয়।
মুক্ত হওয়া ১৮ বাংলাদেশি শান্তিরক্ষী সৈন্যকে জাতিসংঘের হেলিকপ্টার করে কাকা থেকে মালাক্কা নিয়ে যাওয়া হয়।
গত সোমবার জাতিসংঘ মিশনের জন্য জ্বালানিবাহী একটি নৌযানে হামলা চালিয়ে বিদ্রোহীরা তাদের অপহরণ করে। অপহরণের পর তাদের মালাকাল থেকে কাকা শহরে নিয়ে যাওয়া হয়।
নামপ্রকাশে অনিচ্ছুক একজন জাতিসংঘ কর্মকর্তা জানান, ভারি আগ্নেয়াস্ত্রে সজ্জিত প্রায় ১০০ জন বিদ্রোহীর একটি দল জ্বালানিবাহী নৌযানের ওপর হামলা চালায়। শান্তিরক্ষীদের অস্ত্র কেড়ে নিয়ে তারা জ্বালানি লুট করে এবং তাদের বন্দী করে।
বিদ্রোহীরা ১২ জন বন্দীকে এখনো কাকা শহরে রেখেছে বলে জানান ঐ কর্মকর্তা। ঐ বন্দীরা সবাই দক্ষিণ সুদানের নাগরিক।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বাকি বন্দীদের অক্ষত অবস্থায় দ্রুত মুক্তি দেয়ার জন্য বিদ্রোহীদের প্রতি দাবি জানান। শান্তিরক্ষীদের ওপর আক্রমণ যুদ্ধাপরাধ বলে গণ্য করা হবে বলেও তাদের হুঁশিয়ার করে দেয়া হয়।
এদিকে, জাতিসংঘ শান্তি মিশনের প্রধান হার্ভ ল্যাডসাস বৃহস্পতিবার ফোনে বিদ্রোহী নেতা রিক মাচারের সাথে কথা বলে বন্দিদের মুক্তি দিতে অনুরোধ জানান।
২০১৩ সালের ডিসেম্বর থেকে সংঘর্ষ চলতে থাকা দক্ষিণ সুদানে বর্তমানে ১২,৫০০ শান্তিরক্ষী কর্মরত আছেন। সূত্র: এএফপি, ইউএন ও ডয়েস ভেলে।