ডিফেন্স টীমের আইনজীবীদের ওপর সরকারী হায়রানি বন্ধের আহবান
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ আদালতের ডিফেন্স টীমের আইনজীবীদের ওপর সরকারী হায়রানি বন্ধের আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২২ অক্টোবর নিম্নোক্ত বিবৃতি দিয়েছেনঃ-
“আন্তর্জাতিক অপরাধ আদালতের ডিফেন্স টীমের সম্মানিত আইনজীবীদেরকে সরকারের আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী নানাভাবে হয়রানি করছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ট্রাইবুনাল প্রদত্ত মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মহামান্য সুপ্রীম কোর্টে দায়ের করা আপীল নিষ্পত্তির দায়িত্বে নিয়োজিত অন্যতম আইনজীবী এডভোকেট আসাদ উদ্দিন আজ ঢাকা থেকে তার নিজ বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার পথে তাকে গাড়ি থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
ডিফেন্স টীমের অন্যতম আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ নিষ্পত্তির দায়িত্বে নিয়োজিত আইনজীবী এডভোকেট শিশির মনিরের বাসায় ২২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ হানা দেয়। জনাব মুজাহিদের রিভিউ নিষ্পত্তির তারিখ ২ নভেম্বর নির্ধারিত আছে। আর ৩ নভেম্বর মাওলানা নিজামীর আপীল শুনানীর তারিখ নির্ধারিত আছে। জনাব শিশির উভয় মামলায় নিয়োজিত আইনজীবী। তার বাসায় পুলিশ হানা দিয়ে তার পেশাগত দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করেছে। আইনজীবীদের ওপর এ ধরনের হয়রানি প্রকারান্তরে বিচার কার্যে বাধা প্রদান করার শামিল। ইতিপূর্বে ডিফেন্স টীমের সম্মানিত আইনজীবীদের চেম্বার ও বাসায় হয়রানির প্রেক্ষিতে ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ আদালতে এর প্রতিকারের জন্য ডিফেন্স টীমের পক্ষ থেকে আবেদন জানানো হলে মাননীয় ট্রাইবুনাল ডিফেন্স টীমের আইনজীবীদেরকে হয়রানি বা গ্রেফতার না করার নির্দেশনা দিয়ে আদেশ জারি করেন। সে আদেশ এখনও বলবৎ রয়েছে।
মহামান্য আপীল বিভাগে মামলার শুনানীর পূর্বমুহূর্তে আইনজীবীদের বাসায় হানা দেয়া ও গাড়ি থেকে অপহরণ করার মাধ্যমে সরকার আইনী সহায়তা প্রদানের ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। ‘আইনজীবীগণ অফিসার অব দি কোর্ট– আইনজীবীদের ওপর হয়রানি করে সরকার বিচার কার্যে প্রকারান্তরে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। আমরা সরকারের এ ন্যক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ মুহূর্তে হয়রানি বন্ধ করে আইনজীবীদেরকে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহবান জানাচ্ছি।”