সুবিধা বঞ্চিত কিশোর ফুটবলে নাইন ষ্টার চ্যাম্পিয়ন
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫
ক্রীড়া প্রতিবেদক:
মার্সেলের পৃষ্ঠপোষকতায় সোমবার শুরু হয় সুবিধাবঞ্চিত, পথহারা ও অবহেলিত শিশু-কিশোরদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট-২০১৫। স্পোর্টস লাভারর্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দুদিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মঙ্গলবার পল্টন মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে পল্টন একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নাইন স্টার।
ফাইনাল খেলায় নাইন স্টারের হয়ে গোল করেন ভানু ও আলাউদ্দিন। অন্যদিকে পল্টন একাদশের হয়ে একটি গোল শোধ দেন আলামিন। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্সেল ব্র্যান্ড এর রবিউল হাসান সুমন। আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মো. ইয়াহিয়া ও অংশগ্রহণকারী চারদলের অধিনায়ক।
ফাইনাল শেষে বক্তব্যে প্রধান অতিথি এফ.এম. ইকবাল বিন আনোয়ার বলেন, ‘ওয়ালটন এবং মার্সেল পরিবার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে সব ধরণের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হতে। সুবিধাবঞ্চিত, পথহারা ও অবহেলিত শিশু-কিশোরদের নিয়ে আমরা গত বছর টুনার্মেন্ট করছি এবং এবারেও আমরা তাদের সঙ্গে আছি। ভবিষ্যতেও এই ধরণের আয়োজনের সঙ্গে থাকার চেষ্টা করব এবং আগামী বছর আরো জাকজমকপূর্ণ করার চিন্তাভাবনা করছি। এই টুনার্মেন্ট যদি ভাল খেলোয়াড় পাওয়া যায় তাকে যে কোন কাবে খোলার সুযোগ করে দেওয়ার চেষ্টা করব।’