২০১৯ সালেও আওয়ামীলীগ সরকার গঠন করবে: নাসিম
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫
ঢাকা: ‘২০১৯ সালে নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। ওই নির্বাচন ঠেকানোর অপচেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। আর ওই নির্বাচনে আবারও জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।’
আজ মঙ্গলবার সিরাজগঞ্জের নিজ নির্বাচনী এলাকা কাজীপুরের দুর্গমচর নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন ‘খালেদা জিয়া লন্ডনে গেছেন বলে দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে।’
নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নুর হোসেন তালুকদার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল আহমেদুল কবীর, পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ।