ঢাকা শহর রক্ষা বাঁধের জমি উদ্ধারে অসহায় সরকার
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫
ঢাকা শহর রক্ষা বাঁধের জন্য অধিগ্রহণকৃত জমির অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে পরছেনা সরকার। তাই এবার পানি সম্পদ মন্ত্রণালয়কে একটি শক্তিশালী কমিটি গঠন করে কঠোর ব্যাবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।
রবিবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদিয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকের কার্যপত্রে দেখা যায়, ঢাকা সমন্বিত বাঁধ প্রকল্পের আওতায় আবদুল্লাহপুর থেকে পোস্তাগোলা পর্যন্ত (৩৫ দশমিক ৬৩০ কিলোমিটার জায়গা জুড়ে) জমি অধিগ্রহণ করা হয়। এরমধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে মোট ৬৪২ দশমিক ২০ একর জমির মধ্যে ব্যবহৃত হয়েছে ৪৬৩ দশমিক ৭০ একর।
অব্যবহৃত রয়েছে ১৭৮ দশমিক ৫০ একর। বর্তমানে অধিকাংশ জমি অবৈধ দখলে আছে। সিটি জরিপে অধিগ্রহণের তুলনায় কম রেকর্ড হয়েছে। এতে আরও বলা হয়েছে ১০৮১ জন অবৈধ দখলদারের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। আরো ৫৫৮ দখলদারের তালিকা পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।
এছারা সরকারি চাকরিতে অনাথ ও এতিমদের বিশেষ সুবিধা দিতে সরকার ঘোষিত এতিম কোটা যথাযথভাবে পূরণ করা হচ্ছে কী না সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে সংসদীয় কমিটি। সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে বিষয়টির বিস্তারিত তথ্য জানতে চায়। একইসঙ্গে সমাজসেবা অধিদপ্তরাধীন উন্নয়ন প্রকল্পগুলোর রাজস্ব খাতে স্থানান্তরের সর্বশেষ অগ্রগতি সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি, চাকরি ক্ষেত্রে এতিম কোটা পূরণের সর্বশেষ অবস্থা ও সমাজসেবা অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের রাজস্ব খাতে স্থানান্তরের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কমিটি দেশের যেসব জেলায় সমাজসেবা কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব ছিলো সেগুলো দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে।
এছাড়া বৈঠকে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতাভোগীদের যথাযথভাবে চিহ্নিত করে প্রকৃত ভাতাভোগীদের ভাতা প্রদানের সুপারিশ করা হয়।