স্বামীর খুনের ঘটনায় স্ত্রী আটক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৫
বগুড়ার কাহালুতে স্ত্রীর হাতে খুন হয়েছেন সাহেব আলী (৩২) নামের এক যুবক। রোববার রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাধমিক ধারণা। সোমবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত সাহেব আলীর স্ত্রী ফায়মা খাতুনকে (২৫) আটক করেছে। নিহত সাহেব আলী কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী ফায়মা খাতুনকে (২৫) আটক করেছে।