ক্লাস-ভর্তি চালিয়ে যাওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি বিবেচনার জন্য সরকার ইতোমধ্যে ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ও শিক্ষকদের স্বার্থ দেখছে। শিক্ষকদের অসন্তোষ বা উত্তেজনা থাকার কোনো কারণ নেই। নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাবেন, ভর্তি পরীক্ষা চালিয়ে যাবেন- অনুরোধ জানাই।’ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বেতন ও পদমর্যাদা নিয়ে শিক্ষকদের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সম্মানজনক সমাধান হবে, আশা করছি। এ বিষয়ে সরকারও আন্তরিক।’
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি মেডিকেল কলেজে ভর্তি নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। মেডিকেলে ভর্তি কার্যক্রমের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই। এটা সম্পূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।’
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে- এমন অভিযোগ এনে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। সেই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদার সঙ্গে নির্ধারিত বেতন কাঠামোসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে।
এ সংক্রান্ত দাবি দাওয়া পূরণের লক্ষে গত ১৬ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নাম দেয়া হয়েছে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।