মেসির পর ইনজুরিতে ইনিয়েস্তা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৫
বায়ার লিভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। এর ফলে সাম্প্রতিক সময়ে কাতালান জায়ান্টদের ইনজুরির তালিকাটা আরো দীর্ঘ হলো।
ম্যাচের প্রায় ঘন্টাখানেক সময় পার হবার পরে ইনিয়েস্তার স্থানে মাঠে নামেন জোর্দি আলবা। ঐ সময় বার্সেলোনা ১-০ গোলে পিছিয়ে ছিল। কিন্তু শেষ ১০ মিনিটে সার্জিও রবার্তো ও লুইস সুয়ারেজের গোলে শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় তুলে নেয় স্বাগতিক বার্সেলোনা। ইতোমধ্যেই বর্তমান ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের দলে হাঁটুর ইনজুরির কারনে খেলতে পারছেন না চারবারের ফিফা বিশ্বসেরা খেলোয়াড় লিয়নেল মেসি। আগামী দুই মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। এদিকে ধারনা করা হচ্ছে নতুন ইনজুরির কারনে শনিবার সেভিয়ার বিপক্ষে লা লিগার এ্যাওয়ে ম্যাচে খেলতে পারবেন না ইনিয়েস্তা। এছাড়া লুক্সেমবার্গ ও ইউক্রেনের বিপক্ষে স্পেনের শেষ দুটি ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এর আগে গুরুতর লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হয়ে প্রায় ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার রাফিনহা। বার্সা বস লুইস এনরিকেকে এখন মাত্র সাতজন মিডফিল্ডার ও স্ট্রাইকারকে নিয়ে মাঠে নামতে হবে।