এবার কলকাতায় শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৫
বিনোদন প্রতিনিধি,
এবার কলকাতায় অনুষ্ঠিতব্য ‘নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’- এ ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ হিসাবে নির্বাচিত হয়েছে আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’। পাশাপাশি এ চলচ্চিত্রে অভিনয়ে নৈপূণ্যের জন্য রোকেয়া প্রাচী ‘শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব)’ এবং শেখ মারুফ ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ পুরষ্কার পাচ্ছেন। আগামী ২৫-২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ উৎসবের দ্বিতীয় দিন কলকাতা শহরের আইলিড ক্যাম্পাসের অডিটেরিয়ামে পুরষ্কার গ্রহণ করবেন জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত এই অভিনেত্রী ও পরিচালক। এই উৎসবে বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল ইয়াদব ‘পাইড পাইপার’ চলচ্চিত্রের জন্য ‘শ্রেষ্ঠ অভিনেতা’, ইটালির করিনা কোর্নিও ‘লা স্কালচারা’ চলচ্চিত্রের জন্য ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’র পুরষ্কার পাচ্ছেন। ‘নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ‘ওপেনিং ফিল্ম’ হিসাবে ‘গাড়িওয়ালা’ প্রদর্শিত হবে ২৫শে সেপ্টেম্বর সকালে। কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি এ ছবিটি চুড়ান্ত পর্যায়ে লড়াই করবে আজ থেকে ২৬শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যার্লিফোনিয়ায় ডেভিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ২০-২৫শে সেপ্টেম্বর স্পেনের বার্সিলোনায় ৪র্থ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব সিনেমা, ২৪-২৮শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যার্লিফোনিয়ায় অনুষ্ঠিতব্য জেফারসন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল, ২৬-২৭শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিতব্য সামার স্ল্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। পবিত্র ঈদ-উল-আযহায় প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ঢাকায় প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি চ্যানেল আইয়ে ঈদের ৫ম দিন সকাল ১০টা ৩০ মিনিটে চলচ্চিত্রটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হিসাবে প্রদর্শিত হবে।
উল্লেখ্য, আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম-এর চলচ্চিত্র “গাড়িওয়ালা” সম্প্রতি হলিউড ও লাস ভেগাসে ১-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত “সিনেরকম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল” এ প্রতিযোগিতা বিভাগে ৩টি পুরষ্কার অর্জন করেছে। ৭ দিনব্যাপি এই উৎসবে আশরাফ শিশির “শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক” ক্যাটাগরিতে “প্লাটিনাম অ্যাওয়ার্ড”, শিশুশিল্পী কাব্য ও মারুফ “শ্রেষ্ঠ শিশুশিল্পী” ক্যাটাগরিতে পর্যায়ক্রমে “গোল্ড অ্যাওয়ার্ড” ও “এমারেল্ড অ্যাওয়ার্ড” পেয়েছেন। বাংলাদেশের কোন চলচ্চিত্র হিসাবে হলিউডের কোন ফেস্টিভ্যালে এই সম্মাননা এই প্রথম। এ নিয়ে ‘গাড়িওয়ালা’র ঝুলিতে যোগ হয়েছে যুক্তরাষ্ট্র, ইটালি, ভারত, স্পেন ও চিলি’র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে মোট ১৪টি আন্তর্জাতিক পুরষ্কার। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশী দেশে সবচেয়ে বেশী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া বাংলাদেশী চলচ্চিত্র হিসাবে জায়গা করে নিয়েছে ‘গাড়িওয়ালা’। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, গ্রিস, পর্তুগাল, রাশিয়া, কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইটালি, চিলি, ভেনিজুয়েলা, কসোভা, রাশিয়া, কেনিয়া, মেক্সিকো মোট ৫ মহাদেশের ১৮টি দেশের ৫৩টি শহরে ৫৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের যোগ্যতা অর্জন করে ছবিটি ।
চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির বলেন, “ বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বের মাঝে তুলে ধরার যে প্রয়াস নিয়ে আমরা গাড়িওয়ালা শুরু করেছিলাম, তা আজ অনেকটাই এগিয়ে গেছে। এ জয় বাংলাদেশের, এ জয় বাংলার প্রতিটি মানুষের ”।
“গাড়িওয়ালা” দুই ভাই এবং তাদের মায়ের গল্প – গ্রামের মাঠে-নদীতে ভেসে বেড়ানো দুই ভাই, জীবন সংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কষাঘাতে এক রাতে ছোট্ট এক শিশুর সামর্থ পুরুষ হয়ে ওঠার গল্প, তারা প্রচন্ড দারিদ্রের মধ্যে কিভাবে গাড়িওয়ালা হয়ে উঠেছিল সেই গল্পগাঁথা…
রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদ ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আর জে মুকুল, সিডর সুমন, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, ইদ্রিস আলী, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী। শিশুশিল্পীরা হল মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ।” চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম-এর ছবি “গাড়িওয়ালা” বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) এর কারিগরী সহায়তায় ৮৬ মিনিট ব্যাপ্তির পাবনা, গাজীপুরের প্রত্যন্ত গ্রামে এবং এফডিসিতে সিংহভাগ আউটডোর-ভিত্তিক ৩০ দিনের শুটিং সম্পন্ন হয় এবং গত ২৫ মে বাংলাদেশ সেন্সর বোর্ডের আনকাট সেন্সরশিপ পায়।