টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত ২
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৫
টাঙ্গাইলের কালিহাতিতে মা ও ছেলেকে দিগম্বর করার ঘটনার প্রতিবাদ বিক্ষোভে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় ২ জন নিহত এবং ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ও সাংবাদিক সহ আহত হয়েছে ৩০ জন । নিহতরা হলেন- ঘাটাইল উপজেলা সালেংকা গ্রামের শামীম ও কালিহাতী কুষ্টিয়া গ্রামের ফারুক হোসেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১৫ই সেপ্টেম্বর কালিহাতীতে মা ও ছেলেকে দিগম্বর করার ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে কালিহাতি ও ঘাটাইল উপজেলার সহ¯্রাধিক জনতা বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজিত জনতা এক এসআই সহ পাঁচ পুলিশকে আটকে রেখে মারপিট করে। পরে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে শতাধিক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় ২ জন নিহত এবং ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ও সাংবাদিক সহ আহত হয়েছে ৩০ জন। গুলিবিদ্ধরা হলেন- কালিহাতি উপজেলার শ্যামল, রুবেল, অঞ্জলী পাল, বাদশা ও ঘাটাইলের শামীম।